বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

কালিয়াকৈরে গরু ভর্তি ট্রাক ছিনতাই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রীফলতলী ব্রীজের পাশ থেকে গরু ভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় সোমবার রাতে অজ্ঞাত ৮-৯ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। শানশাইন ডেইরী এন্ড ক্যটল এগ্রোর ম্যানেজার শহিদুল ইসলাম শহিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

পুলিশ ও ছিনতাইয়ের কবলে পড়া ট্রাক চালক ও এগ্রোর ফার্মের কর্মচারীরা জানান, রোববার বিকেলে টাঙ্গাইল সদর থানার কাতুলী বাজার থেকে ছয়টি ষাঁড় গরু ক্রয় করে একটি পিকআপ ভ্যানে ভরে ঢাকার দক্ষিণ খান থানার দক্ষিণ গাওয়াইল এলাকার শানশাইন ডেইরী এন্ড ক্যটল এগ্রো ফার্মে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছালে। পূর্ব থেকেই অবস্থান করা দুইটি প্রাইভেটকার থেকে ৭-৮ জন মাস্ক ও হ্যাফ প্যান্ট পড়া লোক লাঠিশোটা নিয়ে ট্রাক চালক মিলন ও হেলপার রোকনুজ্জামানকে নামিয়ে মারধর করতে থাকে। পরে ছিনাইকারীদের ব্যবহৃত কার্ভাড ভ্যানে গরু ভর্তি ট্রাকে থাকা চারজনকে তুলে দরজা বন্ধ করে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে থাকেন। ওই সময় গরু ভর্তি ট্রাকটি ছিনতাইকারীরা নিয়ে চলে যায়।

শানশাইন ডেইরী এন্ড ক্যটল এগ্রোর ম্যানেজার শহিদুল ইসলাম শহিদ জানান, ঢাকায় ফেরার পথে ছিনতাইকারীরা আমাদের চারটি মোবাইল সেট, নগদ কিছু টাকা ও ক্রয়কৃত ৬টি গরু যার ক্রয় মুল্য ৩ লাখ ২৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র চক্রবর্তী জানান, এ ঘটনায় একটি মামলা হওয়ার পর থেকেই ছিনতাই হওয়া গরু ও ট্রাক উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com