শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৯ মে) দুপুরে কালিয়াকৈর নিবার্হী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মোঃ আদনান চৌধরীর নেতৃত্বে ওই বাড়ি লাল নিশান দিয়ে লকডাউন করা হয়েছে।
নিবার্হী ম্যাজেষ্ট্রেট সুত্রে জানা গেছে, দুপুরে কালিয়াকৈর পৌরসভার সফিপুর বাজারে ৯নং ওয়ার্ডের মেরাজ ভিলার মালিক মোঃ রাজু আহম্মেদ করোনায় সনাক্ত হয়। খবর পেয়ে শনিবার দুপুরে কালিয়াকৈর নিবার্হী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মোঃ আদনান চৌধুরীর নেতৃত্বে ওই মেরাজ ভিলাটি লাল নিশান দিয়ে লকডাউন করা হয়েছে। উপজেলায় এই নিয়ে করোনায় ৩৫জন রোগী সনাক্ত হয়েছে। তার মধ্যে ৯জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।