বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র ও ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর হাজেরা বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার রাত সোয়া ১১টায় ঢাকার উত্তরার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কাউন্সিলর কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকার লতিফ দেওয়ানের স্ত্রী হাজেরা বেগম (৫৫)। সকালে চান্দরায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এ সময় কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর সহকারী কমিশনার(ভুমি)আদনান চৌধুরী, প্যানেল মেয়র শামছুল আলম সরকারসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, প্রায় ১০-১২ দিন আগে ইউনাইটেট হাসপাতালে হাজেরা বেগমের করোনা পজেটিভ ধরা পরে। পরে উত্তরার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তিনি চিকিৎসা নিতে থাকেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।