শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে কভার ভ্যানের চাপায় এক সাইকেল আরোহী পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল নয়টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় একটি কভার ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। নিহত আনসার আলী পল্লী বিদ্যুৎ এলাকায় ইন্টার স্টপ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ইটিপির দায়িত্বে ছিলেন। বাসা থেকে কারখানায় যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।
কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মজিবুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।