বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

কালিয়াকৈরে আকাশে শোভা পাচ্ছে রং বে-রঙের ঘুড়ি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::

দেশজুড়ে যখন করোনা আতংক বিরাজ করছে, গাজীপুরে কালিয়াকৈরে তখন ঘুড়ি উৎসবে মেতে উঠেছেন নানা বয়সী মানুষ। শিশু তরুন যুবক এমনকি মাঝ বয়সীরাও বাদ যায়নি এই ঘুড়ি উড়ানো থেকে। দিন রাত আকাশে শোভা পাচ্ছে নানা রঙের ঘুড়ি। বিশেষ করে রাতের আকাশে এসব ঝলমলে ঘুড়ি দেখে মুগ্ধ হচ্ছে অনেকেই।

সরজমিনে দেখা যায়, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় করোনার ভয় উপেক্ষা করেই দিনে রাত্রে ছোট বড় নানা বয়সী ঘুড়ি প্রেমী মেতেছেন এই ঘুড়ি উৎসবে। সকাল বিকেল বেলা বাড়ির ছাদে, খোলা মাঠে, খালি জায়গায় ঘুড়ি উড়াতে দেখা যায়। করোনা কালে কিশোর যুবকদের বাড়িতে রাখতে অনেক অভিবাবকরাই ঘুড়ি বানিয়ে বা বাজার থেকে কিনে এনে দেন এসব ঘুড়ি। উপজেলায় অনেকেই ঘুড়ি বানানোর ব্যবসা করছেন। ঘুড়ি বাজারে বিক্রি করে তাদের সংসার চালাচ্ছেন। এইসব ঘুড়ির চাহিদা বাড়ায় ৩০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন আকাশে দিন হতে রাত পর্যন্ত উড়তে দেখা যায় এসব রং বে রং এর ঘুড়ি।

নাছিম কবির রনি জানান, লকডাউনের বাহিরে না যেতে পেড়ে ঘুড়ি উড়িয়ে আনন্দ পায় তাই ঘুড়ি উড়ানোর কাজে ব্যাস্ত থাকি। আকাশে ঘুড়ি উড়লে অনেক ভাল লাগে।

কালিয়াকৈর বাজারের রাজু মোল্লা ভ্যারাইটিজ স্টোরের মালিক রাজু মোল্লা জানান, আমি মূলত গণপরিবহনের শ্রমিক করোনা কালে যানবাহনের যাত্রী তেমন না থাকায় আর্থিক সংকটে পরেছি তার জন্য ক্ষুদার জ্বালা নিবারনের জন্য ও পরিবারের চাহিদা মিটানোর জন্য এ ঘুড়ির ব্যবসা বেছে নিয়েছি। ৯০ হাজার টাকা পুজি নিয়ে এই ঘুড়ির ব্যবসা শুরু করি। এছাড়াও করোনা মোকাবেলায় লকডাউন চলাকালীন শিশু-কিশোরদের বাড়িতে রাখতে বিভিন্ন জায়গা থেকে ঘুড়ি সংগ্রহ করে বিক্রি করি এসব ঘুড়ি। অনেকেই আবার তাদের চাহিদা মত ঘুড়ি বানানোর জন্য অর্ডার দিয়ে থাকেন আমরা তাদের চাহিদা অনুযায়ী ঘুড়ি সরবরাহ করে থাকি। একেক ঘুড়ির দাম একেক রকম হয়ে থাকে ৩০০ থেকে ১৫০০টাকা। এতে করে প্রতিদিন কমপক্ষে ৫ হাজার টাকার ঘুড়ি বিক্রি করে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com