সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রবিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীরা অটোপাস থেকে বঞ্চিত হওয়ায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি করেছেন।
ছাত্র-ছাত্রী ও কলেজ সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে টেস্ট পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা অকৃতকার্য হয়। কলেজ কর্তৃপক্ষ তাদেরকে ফরম ফিলাপ করার অনুমতি না দেওয়ায় কলেজ ছাত্রলীগের সভাপতি সহ কয়েকজন ছাত্র নেতাও কয়েকজন শিক্ষকদের কাছে ফরম ফিলাপ করার জন্য টাকা দেন। কলেজ কর্তৃপক্ষের কাছে টাকা না দিয়ে তারা নিজেরাই আত্মসাৎ করেন। ফলে তাদের ফরম ফিলাপ পূরণ করা হয় নাই। এর কারণে এবছর অটোপাস থেকে বঞ্চিত হয়েছে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী। রবিবার সকাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ ক্যাম্পাসের ভিতরে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
শিক্ষার্থী রাব্বি, রিপন, তারেক হোসেন জানান, কলেজ শাখার ছাত্রলীগের সভাপতির কাছে ১৫ হাজার টাকা দিয়েছি ফরম পূরণ করার জন্য আমাদের ফরম পূরণ না করে নিজে আত্মসাৎ করেছে। তাই আমরা পাশ করতে পারি নাই। এদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানাচ্ছি।
জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের কলেজ শাখার সভাপতি বিল্লাল হোসেন টুটুল জানান, আমি কোন ছাত্র-ছাত্রীর কাছে কোন টাকা পয়সা নেইনি। টাকা নিয়েছে সব স্যারেরা এ বিষয়ে আমার কোনো কিছুই জানা নেই।
জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন জানান, যেটা শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে সেটা পূরণ করার মতো সুযোগ এখন আর নেই। এই বিষয়ে কোন শিক্ষক যদি জড়িত থাকে তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।