শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরের ঠেঙ্গারবান্দ এলাকায় অজ্ঞাত পরিচয়ে এক যুবককে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । নিহতের পড়নে জিন্সের প্যান্ট ও এস কালারের একটি ছুয়েটার এবং একটি চাদর রয়েছে। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় পদ্মা অক্সিজেন ফ্যাক্টরির সামনে মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের পাশে অজ্ঞাত পরিচয়ে যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে পুলিশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পুলিশ ধারনা করেছে দুর্বৃত্তরা অন্য কোথায় হত্যা করে ওই স্থানে ফেলে রেখে চলে গেছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান , নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। তার মাথায় কয়েকটি কুপের চিহ্ন রয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।