শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি::
কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় বুধবার রাতে একটি বাড়িতে অগ্নিকান্ডে ৬টি ঘর ভস্মিভূত হয়েছে। এসময় ঘরে ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসন। পরে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও টিন, চাউল,কম্বল বিতারণ করেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রাখালিয়াচালা এলাকার খোশ নাহার বেগমের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ওই বাড়ির ৬টি ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ও কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তার নগদ ১০ হাজার টাকা, টিন, চাউল ও ১২টি কম্বল দেয়া হয়েছে বলেও জানান বাড়ির মালিক খোশ নাহার।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ কবিরুল আলম জানান, রাখালিয়াচালা এলাকার খোশ নাহারের বাড়িতে অগ্নিকান্ডের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।