বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে বনবিভাগের লোকজন চাঁদা অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা পাইকপাড়া এলাকায় প্রতিদিন বনবিভাগের লোকজন চেকপোস্ট বসিয়ে হাজার হাজার টাকা চাঁদাআদায়ের অভিযোগ উঠেছে।প্রতিটি কাঠ ভর্তি গাড়ির থেকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত প্রতিদিন চাঁদা আদায় করে থাকে। যদি চাঁদা দিতে অস্বীকার করলেন গাড়ির ভিতরে গজারী কাঠ আছে বলে হয়রানি করেন বোয়ালী বিটের কর্মকর্তারা। প্রতিদিন ফুলবাড়ী হতে কালিয়াকৈর সড়কে শত শত গাড়ি চলাচল করে। আবার গরীব অসহায় খেটে খাওয়া লোক জন মাথায় করে লাকি নিয়ে বাজারে বিক্রি করতে গেলেও তাদেরকে ও চাঁদা গুনতে হয়।
ট্রাক চালক শফিক জানান, গাড়িতে যদি কাঠ ভরে নিয়ে পাইক পাইকপাড়া আসলে বনবিভাগের লোকজন আমাদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন টাকা না দিলে আমাদের বিভিন্ন হয়রানি করে।
বোয়ালী বিট কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান,আমাদের বনবিভাগ লোকজন পাইকপাড়া এলাকায় গাড়ি চেক করে থাকেন। ২০ টাকা থেকে ৩০টাকা নিতে পারে। তবে এ বিষয়ে আর কিছু আমার জানা নেই।