বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ী ফিরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও কালিয়াকৈর উপজেলার ভাইস চেয়ারম্যান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি::

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গাজীপুর-১ আসনের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি এবং কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ করোনা ভাইরাস কোভিড-১৯ জয় করে সম্পূর্ন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

গতকাল রবিবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সুস্থ হয়ে ঢাকাস্থ বাসায় ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত সহকারী ফারুক হোসাইন। কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিম আজাদ ঢাকা ইউনাইটেড হাসপাতাল থেকে সুস্থ হয়ে গত সপ্তাহে গাজীপুরের কালিয়াকৈর নিজ বাড়ীতে ফিরেছেন।

জানা গেছে, মাননীয় মন্ত্রী মহোদয় এবং ভাইস চেয়ারম্যানের ঠান্ডা ও সর্দি জনিত উপসর্গ দেখা দিলে করোনা ভাইরাস কোভিড-১৯ আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা দেন। করোনার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়ায় মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী সিএমএইচ হাসপাতালে এবং ভাইস চেয়ারম্যান ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন। গতকাল রবিবার দুপুরে সিএমএইচ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিলে মন্ত্রী মহোদয় ঢাকাস্থ মিন্টো রোডের বাসায় ফিরেন আর সেলিম আজাদ সুস্থ হয়ে উঠায় গত ১৪ জুন ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়।

এদিকে মুক্তিযোদ্ধা মন্ত্রী এবং ভাইস চেয়ারম্যানের করোনা ভাইরাস কোভিড-১৯ মুক্তির খবর কালিয়াকৈর উপজেলায় ছড়িয়ে পড়লে এলাকার সর্বত্র স্বস্তি নেমে আসে। তাঁদের করোনা ভাইরাস কোভিড-১৯ থেকে মুক্তি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদ, বাজারসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল আয়োজন করা হয়।

উল্লেখ্য, করোনা ভাইরাস কোভিড-১৯ দূর্যোগের শুরু থেকে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড আকম মোজাম্মেল হক এমপি এবং কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিম আজাদ সরকারি, ব্যক্তিগত উদ্যোগে ত্রান-সাহায্য কার্যক্রম, জনসচেতনতায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com