সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটে করতোয়া কুরিয়ার সার্ভিসে এক যুবক একটি প্যাকেট বুকিং দিতে এসে তার কাছে চালান এবং প্যাকেটের পণ্য দেখতে চাইলে গাঁজার প্যাকেট রেখে পালিয়ে যায় ওই যুবক।
রোববার (১২ মে) সন্ধ্যায় জেলা শহরের ভকেশনাল মোড়ে অবস্থিত করুোয়া করিয়ার সার্ভিস কার্যালয়ে এ ঘটনা ঘটে।
করতোয়া কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মিলন মিয়া জানান, ‘সন্ধ্যায় এক যুবক একটি প্যাকেট বুকিং দেওয়ার জন্য অফিসে আসে। এ সময় তার কাছে চালান কপি চাইলে সে দিতে পারেনি। পরে আমাদের সন্দেহ হলে প্যাকেটে কি মাল আছে দেখতে চাওয়া হয়। তখন সে প্যাকেট খুলে দেখাতে চাইয়ে কৌশলে মোবাইল ফোনে কথা বলতে বলতে দৌঁড়ে পালিয়ে যায়।
এ সময় তার পেছন থেকে দৌড় দেয়া হলেও তাকে ধরা সম্ভব হয়নি। পরে থানায় খবর দিলে পুলিশ এসে প্যাকেট খুলে পলিথিনে মোড়ানো ৩টি গাঁজার প্যাকেটে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার এসআই নাজমুল ইসলাম জানান, করুোয়া কুরিয়ার সার্ভিস থেকে থানায় খবর পেয়ে সেখান থেকে প্যাকেট করা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হবে।