শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
ঈশ্বরদী প্রতিনিধি॥
বিজয় দিবসে বাঙ্গালি সাংস্কৃতি উদযাপন উপলক্ষে ঈশ্বরদীর বড়ইচরা দক্ষিন পাড়ায় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি এবং বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাসসহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী লাঠি খেলাসহ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে এলাকার প্রবীন সমাজ সেবক বাদল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস।
এ সময় ঈশ্বরদী চাউল কল মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না, লাঠিয়াল বাহিনীর সভাপতি ও আওয়ামীলীগ নেতা নায়েক(অবঃ) এম এ কাদেরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মুক্তিযোদ্ধা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।