মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুরের চিরিরবন্দরে ইটভাটার জমানো মাটির স্তুপে ট্রাক্টরে মাটি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহেদ (২৩) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার কারেন্টহাট বাজারের পশ্চিমে আর.এস ইটভাটায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহেদ উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর উত্তরপাড়ার নুরুল ইসলামের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আর.এস ইটভাটায় জমানো মাটির উঁচু স্তুপে ট্রাক্টর দিয়ে মাটি তুলতে গেলে মাটির স্তুপের উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুৎতিক লাইনের সঙ্গে ট্রাক্টরের বগির স্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাক্টর চালক মাটিতে পড়ে যায় ও পেছনে বসে থাকা শ্রমিক শাহেদের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ওই এলাকার স্থানীয়রা জানান, আর.এস ইটভাটায় পাঁহাড়ের মত উঁচু করে মাটির স্তুপ তৈরী করায় এ দূর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।