শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

ইজারাকে কেন্দ্র করে ছাতকে ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

এর আগে, শুক্রবার রাতে এক আদেশে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না।

১৪৪ ধারার আদেশে বলা হয়, ছাতক উপজেলাধীন জাউয়া বাজার ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর ফলে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত জাউয়া বাজার ও তার আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ১৪৪ ধারার বিষয়টি জানাতে সকাল থেকে এলাকায় মাইকিং করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com