সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

আলোচিত ছিনতাইকারী রকি ও তার সহযোগী গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী খ্যাত রকি বড়ুয়া (২৫) ওরফে ‘রকি ভাই’ ও তার সহযোগী মোহাম্মদ ইমরান (২২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ও গোয়েন্দা শাখা।

শনিবার দুপুরে বান্দরবান সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বান্দরবান পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম।
সদর উপজেলার ৪নং সুয়ালক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক রকি বড়ুয়া বাজালিয়া ইউনিয়নের রড়দুয়ারা গ্রামের রাজীব বড়ুয়ার ছেলে ও তার সহযোগী মো. এমরান (২২) চট্টগ্রাম জেলা সাতকানিয়া মৃত আব্দুল হকের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল তারা। এরই অভিযোগে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাছাড়া রকির বিরুদ্ধে এসব অপরাধমূলক কাজে সাতকানিয়া থানায় আটটির মামলা রয়েছে জানায় পুলিশ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বান্দরবানের সুয়ালক ও হলুদিয়া এলাকায় দিন দুপুরে মোটরসাইকেল ব্যবহার করে পথচারিদের অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে মোবাইল, টাকা, ব্যাগ ছিনিয়ে নেয় সে, নারীদের করেন শ্লীলতাহানি। এই সময় তার সহযোগী থাকেন আরো বেশ কয়েকজন। ইয়াবা সেবন ও ইয়াবা ব্যবসার অর্থ যোগাড় করতেই ছিনতাইয়ের পথ বেছে নেয় তারা, আর তাদের ভয়ে এলাকার কেউ মুখ খোলার সাহস পায় না।

বান্দরবান পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম বলেন, বিভিন্ন সূত্রে শুনেছি বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় মাঝে মাঝে ছিনতাই হয়। এই খবর পাওয়া পর থেকে সেটি নিয়ে কাজ করা শুরু করেছি। ঘটনাটি সাথে জড়িত রকি বড়ুয়াকে গতকাল সন্ধ্যায় সদর থানা ও গোয়েন্দা শাখা যৌথ অভিযানে আটক করতে সক্ষম হয়েছি। সে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত এবং তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ৮টির ও বেশি মামলা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শহীদুল ইসলাম জানান, ছিনতাইকারী রকি বড়ুয়ার সঙ্গে তার সহযোগী মো. এমরানকে আদালতে তোলা হবে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। রকির অন্যান্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com