মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল ,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালী ঈদগাহ মাঠে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বিশিষ্ট শিল্পপতি কাজী সিরাজুল ইসলাম ১৮ জানুয়ারী বৃহস্পতিবার সকালে দরিদ্র শীতার্থ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ২ হাজার ৫ শত শীত বস্ত্র কম্বল বিতরন করেছেন।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কাজী সিরাজুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পাঁচু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউল, মো. গোলাম মোস্তফা, মধুখালী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান বাবু।
মধুখালী পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হান্নান মোল্যা, কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লুৎফুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার নৌকার প্রার্থীকে এমপি নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আমি এবং বর্তমান এমপি মহোদয় সহ ৭/৮জন নির্বাচনী মাঠে আছেন। নেত্রী যাকেই মনোনয়ন দিবেন আমি তার জন্যই কাজ করবো ।