শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

স্বাধীনতা চিকিৎসক পরিষদ ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি।।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি ডাক্তার এম এ জলিলের সভাপতিত্বে স্বাধীনতা চিকিৎসাক পরিষদ ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর জেলা শাখার সম্মেলন- অনুষ্ঠিত হয়।

বুধবার (১ মে) বেলা বারোটার দিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‌ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ‌সংরক্ষিত মহিলা আসনের এমপি ‌ মিসেস ঝরনা হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডঃ মোঃ জামাল উদ্দিন চৌধুরী, স্বাধীনতার চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব অধ্যাপক ডা: মোঃ কামরুল হাসান (মিলন), ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, স্বাচিবের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক ডা: পারিজাত পাল, সদস্য সচিব ডা: কমল কুমার দাস, স্বাচিবের শরীয়তপুর জেলা শাখার সভাপতি ডা: ওহাব হাওলাদার, সাধারণ সম্পাদক ডা: হারুন অর রশিদ, স্বাচিবের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব
ডা: গণপতি বিশ্বাস দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ফরিদপুর জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) এর সভাপতি অধ্যাপক ডাক্তার আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু ও সাধারণ সম্পাদক ডাক্তার গণপতি বিশ্বাস শুভ এবং শরীয়তপুর জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) এর সভাপতি ডাক্তার মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডাক্তার শেখ মোস্তফা খোকন কে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, রাজবাড়ী জেলায় স্বাচিবের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক ব্যক্তির নাম আসায় আজকে তাদের নাম ঘোষণা করা হয়নি পরবর্তীতে ঘোষণা করা হবে।

এ সময় প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-১আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন-ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালে একটি বার্ন ইউনিট স্থাপন করার চেষ্টা করা হবে। এছাড়া ফরিদপুরে মুজিব বিশ্ববিদ্যালয় নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টা আমার অব্যাহত রয়েছে।

এছাড়া বক্তারা এই কমিটির মাধ্যমে ঢাকা (সাবেক পিজি) বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যায় ডাক্তারদের অবসরের সময় ৬৫ বছর করার দাবি জানিয়েছেন।
উক্ত স্বাধীনতা চিকিৎসা পরিষদ ফরিদপুর ও শরীয়তপুর জেলা শাখার সম্মেলন-২০২৪ এর অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত ২টি জেলার স্বাচিবের নতুন কমিটি ঘোষণা করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com