শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

গলায় ফাঁস দিয়ে মধুখালীতে এক ব্যক্তির আত্মহত্যা

মো. সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি ।।
ফরিদপুরের মধুখালীতে ইসলাম তালুকদার (৪৭) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে ‌আত্মহত্যা করেছেন ।

জানা গেছে, সোমবার (৬ মে) সকাল ৯ টা থেকে ‌ সাড়ে দশটার মধ্যে ‌যেকোনো সময় ‌মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দীর মো. ইসলাম তালুকদার (৪৭), চৌচালা টিনের ঘরের মধ্যে বাড়ির সকলের অগোচরে রশি দিয়ে বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আত্মহত্যা করেন।

তার ছোট মেয়ে আদুরি বেগম (২০) তার বাবাকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে মৃত অবস্থায় তাকে নিচে নামায়।

সংবাদ পেয়ে মধুখালী থানার এসআই অজয় বালা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানা যায়।
মধুখালী থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com