রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন

কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্য সহ ৪ জনের বিরুদ্ধে মামলা

মো. তৌহিদুল ইসলাম, কলাপাড়া-কুয়াকাটা (পটুয়াখালী ) প্রতিনিধি।।
কলাপাড়ায় পূর্ব চাকামইয়া দিত্তা আবাসনে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে রোববার কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মো. আবু সালেহ হাওলাদার, ইউপি সদস্য মো.মহসিন হাওলাদার, মো.মোজাম্মেল হাওলাদার ও মো.মোয়াজ্জেম হাওলাদার এই চারজনের নাম উল্লেখ করে দরিদ্র রাজমিস্ত্রি মো. খলিলুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছে।

মামলার অভিযুক্তদের বিরুদ্ধে দেশের বিভিন্ন উপজেলায় একাধিক মামলা রয়েছে। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি’র কাছে প্রেরন করে।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৭ এপ্রিল বিকেলে পূর্ব চাকামইয়া দিত্তা আবাসনে মো.খলিলুর রহমানের বাড়িতে আসামীরা বাশেঁর লাঠি, লোহার রডসহ দেশীয় অস্র নিয়ে হামলা চালায়। এর আগে আসামীরা বাদীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসতেছিল। চাঁদার টাকা না পেয়ে বাড়ি হামলা চালিয়ে মো.খলিলুর রহমান ও তার বৃদ্ধ মাকে মারধর করে। এ সময় গরু কেনার জন্য বাড়িতে রাখা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

যাবার সময় বলে, সরকারি আবাসনে থাকতে হলে আমাদেরকে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দিতে হবে। টাকা না দিলে আবাসন ছাড়া করার হুমকি দেয়।

উল্লেখ্য মো.আবু ছালেহ হাওলাদারের বিরুদ্ধে কলপাড়া থানায় জি,আর নং ৩৬/১৫(কল), সিদ্ধিরগঞ্জ থানার এফ,আই,আর নং ৩৫ এবং আমতলী থানার জি,আর নং ১৯/২০ ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া অন্যান্য আসামীদের বিরুদ্ধেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Titans It Solution