মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

ফটিকছড়িতে বিদুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু, পরিবারকে ইউএনওর সহায়তা

ফটিকছড়ি প্রতিনিধি ।।
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাবা খাতুন নামের এক মহিলার মৃত্যুর ঘটনায় নগত টাকা ও খাদ্যদ্রব্য দিয়ে পরিবারটিকে সহায়তা করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী ।

পরিবারের আর কেউ উপার্জন করার মতো নেই এ কথা শুনে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবারটির জন্য আরো সহায়তার আশ্বাস দেন।

রবিবার (৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে নিহতের পরিবারটির হাতে নগদ ১০ হাজার টাকা ও খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন,খোঁজ নিয়ে দেখি পরিবারটি একদম অসহায়। তাই আমি পরিবারটির জন্য আমার ব্যক্তিগত ভাবে সহায়তা করার চেষ্টা করছি।
তিনি আরো বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কারো অবহেলা থাকলে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ জানান।

উল্লেখ্য, পল্লী বিদ্যুতের ছিঁড়ে তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন ছাবা খাতুন। গত শুক্রবার (৩মে) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার ফটিকছড়ি পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের উত্তর ধুরুং গ্রামের কাসেম ডাক্তার বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত ছাবা খাতুন (৫৫) এক মেয়ে সন্তানের জননী। তার স্বামী মোহাম্মদ কালু (৬৫)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com