বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের ৭০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে অশ্বদিয়া ইউনিয়ন কার্যালয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, দুই লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি লবণ, হলুদের ও মরিচের গুঁড়ো সম্বলিত প্যাকেট।
জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদুল আলম বলেন, করোনা মহামারিতে অনেক মধ্যবিত্ত পরিবারও অর্থনৈতিক সংকটে পড়েছে। তাই নানা শ্রেণি-পেশার মানুষের জন্য মানবিক সহায়তা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলে সম্প্রদায়ের ৭০০ পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হলো।
তিনি আরও বলেন, গত ১৪ দিনের লকডাউনে মোট ৬ হাজার ৬০০ জনকে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে আছেন পরিবহন শ্রমিক, বিভিন্ন দোকানের কর্মচারীবৃন্দ, নরসুন্দর, ছিন্নমূল ব্যবসায়ীবৃন্দ, আশ্রয়ণ প্রকল্পের পরিবার, সুইপার, তৃতীয় লিঙ্গের মানুষ, জেলে, বেদে সম্প্রদায়সহ সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা বলেন, নানা কারণ ও বাস্তবতার নিরিখে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নাগরিক সুবিধা বঞ্চিত। আমরা প্রত্যন্ত অঞ্চলের জেলে পরিবারের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছি। জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় কাজটি করা সম্ভব হয়েছে।
মানবিক সহায়তা বিতরণকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু এবং ইউনিয়ন পরিষদের সচিব ছন্দ কুমার দে উপস্থিত ছিলেন।