বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
গণ অধিকার পরিষদ (জিওপি) নিবন্ধন পাওয়ায় শরীয়তপুরে আনন্দ মিছি়ল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা। মো: নাসির খান (শরীয়তপুর): গণ অধিকার পরিষদ (জিওপি) নিবন্ধন পাওয়ায় শরীয়তপুরে আনন্দ মিছি়ল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে ২ সেপ্টেম্বর সোমবার বিকেলে শরীয়তপুর শহীদ মিনারের সামনে আনন্দ মিছিল বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করে।
জেলা গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট খবির হোসেন, সদস্য সচিব শাহজালাল সাজু প্রমূখ।
এসময় গণ, যুব, ছাত্র, শ্রমিক, পেশাজীবি ও আইনজীবী অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জননেতা ভিপি নুরুল হক নুর এবং জননেতা রাশেদ খানের নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম করেছে। তারই ধারাবাহিকতায় ছাত্র-জনতা বিপ্লব ঘটিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে৷ ভিপি নুরের নেতৃত্বে ২০১৮ সালে এই যাত্রা শুরু হয়েছিল। আমরা সকল শর্ত পূরণ করা সত্ত্বেও আমাদের নিবন্ধন দেয়া হয় নি৷ এখন আমরা নিবন্ধন পেয়েছি। আমাদের প্রতিক ট্রাক। আমরা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।