শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:১১ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ১০ দিনে করোনা রোগী বাড়ল ১২২ জন

লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ চলমান লকডাউন থাকার পরও স্বাস্থ্য বিধি না মেনে অবাধে চলাফেরা করছে মানুষ। এ ব্যাপারে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানিয়েছে স্থানীয়রা। আক্রান্তদের মধ্যে বেশীর ভাগ লক্ষ্মীপুর সদর উপজেলার।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতো ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় নতুন ১২২ জন করোনা রোগী বেড়েছে। ১০ দিনে ৫৫৬ জনের নমুনা পরীক্ষা করে এই ১২২ জন করোনা সনাক্ত করা হয়েছে।

এ দিকে জেলায় আক্রান্ত সংখ্যা বেড়ে যাওয়ার পরও মানুষের মাঝে চরম উদাসীনতা দেখা গেছে।

জেলা সিভিল সার্জন ডা: আবদুল গফফার জানান, নতুন করে গত ১০ দিনে ১২২ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহবান জানান। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের থাকার থাকার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com