শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে মহাসড়কের পাশে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বন বিভাগের সহযোগীতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে আজ শনিবার (২৬ জুন) বিকেলে মাদাস্থ শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা-রায়পুর মহাসড়কের পাশে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) মো: মামুনুর রশিদ, লক্ষ্মীপুর বীজতলা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন ভৌমিক প্রমুখ।

এ সময় মহাসড়কের পাশে সৌন্দয্য বর্ধকের জন্য কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, রাধাচূড়া জাতের বৃক্ষ রোপন করেন। এদিকে বন বিভাগ সূত্রে জানা গেছে এই কর্মসূচির আওতায় মোট ৪০০ টি বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com