শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

লক্ষ্মীপুরে জাতীয় বীমা দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:: “মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ১ মার্চ (সোমবার) লক্ষ্মীপুরে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আব্দল গাফফার।

এসময় বক্তব্য রাখেন সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, প্রগতি লাইফ ইন্সরেন্স লিমিটেড এর এসডিজিএস মো. বেলাল হোসেন, জীবন বীমা কর্পোরেশনের জেলা ইনচার্জ জাফর আহম্মদ, সাধারণ বীমা করর্পোরেশনের মো: সালা উদ্দিন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মোতাহের হোসেন চৌধুরী, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মোক্তার আহম্মদ শহীদ, ফারইষ্ট ইসলামী লাইফ ইস্যুরেন্সের মো: আলমগীর হোসেন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মো: আবদুল কাদের, সান ফ্লাওয়ার লাইফ ইস্যুরেন্স এর মো: কামাল হোসেন, প্রগেসিভ লাইফ ইস্যুরেন্সের মো: হিমেল কামাল, সান লাইফ ইন্স্যুরেন্স মো: বেলায়েত হোসেন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর কাজী নাঈম উদ্দিন, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স মো: হানিফ, ব্রেষ্ট লাইফ ইন্স্যুরেন্স এর মেজউবা উদ্দিন, এন আর বি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স আবুল খায়ের, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স বেলায়েত হোসেন, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মো: ফারুক হোসেন, পপুলার লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর জেলা ইনচার্জ মো. সিহাব উদ্দিন প্রমুখ।

লিন্ডিং কোম্পানীর হিসেবে প্রগতি লাইফ ইন্সরেন্স লিমিটেড এর এসডিজিএস মো. বেলাল হোসেন পুরো অনুষ্ঠানটি সমন্বয় করেন। এসময় বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন বীমা কোম্পানীর তাদের লক্ষ্মীপুর কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বীমা কর্মীর পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com