সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ এসটিসির দখল থেকে কয়েকটি শহর পুনরুদ্ধার করলো সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদে শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু হবে না: পর্যটন উপদেষ্টা বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সে নির্বাচনে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয় নাই, প্রতিটা প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নেসকো নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে লিগ্যাল এইডে অভিযোগ দোহারে বিএনপি নেতা রশিদ বেপারি হত্যা ১৩ বছর পর মূল আসামী নয়ন গ্রেপ্তার হাসিনাকে বাংলাদেশে পাঠাতে মোদির প্রতি আহ্বান ওয়াইসির

রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

রংপুর ব্যুরো:: রংপুরের মিঠাপুকুরের সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর কায়েমের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কায়েমের বাজার এলাকার বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫), তার ছেলে ইদা মিয়া (৩৫) এবং প্রতিবেশী বজলুল মিয়া (৩৫)।

ঘটনাটি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি জানান, সকালে দেলোয়ারা বেগম তাদের বাড়ির পাশে সেপটিক ট্যাংকের উপরে দাঁড়িয়ে মাচা থেকে শাক সংগ্রহ করছিলেন। এসময় স্লাব ভেঙ্গে তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান। মা-কে উদ্ধার করতে ছেলে ইদা মিয়া এগিয়ে এলে তিনিও পা পিছলে সেপটিক ট্যাংকে পড়ে যান।

এরপর খবর পেয়ে প্রতিবেশী বজলুল মিয়া এগিয়ে এলে তিনিও ট্যাংকের ভেতরে পড়ে যান। পরে অন্য প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু শেষরক্ষা হয়নি। তিনজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com