সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ এসটিসির দখল থেকে কয়েকটি শহর পুনরুদ্ধার করলো সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদে শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু হবে না: পর্যটন উপদেষ্টা বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সে নির্বাচনে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয় নাই, প্রতিটা প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নেসকো নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে লিগ্যাল এইডে অভিযোগ দোহারে বিএনপি নেতা রশিদ বেপারি হত্যা ১৩ বছর পর মূল আসামী নয়ন গ্রেপ্তার হাসিনাকে বাংলাদেশে পাঠাতে মোদির প্রতি আহ্বান ওয়াইসির

রংপুরে আ.লীগ-ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, নিহত ৩

রংপুর ব্যুরো:: রংপুরে ছাত্রলীগ-আওয়ামী লীগ-যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

রবিবার (৪ জুলাই) রংপুর সিটি বাজারের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও রংপুর সিটি করপোরশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন চন্দ্র রায়, যুবলীগ কর্মী মাসুম ও খায়রুল।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এক দফা দাবিতে রংপুরের টাউনহলের সামনে সকাল ১০টা থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল আন্দোলনকারীরা। অন্যদিকে বেলা ১১টা থেকে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে অবস্থান নেয় আওয়ামী লীগসহ দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

পরে দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্র হাতে অতর্কিত হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনজন নিহত হন।

আন্দোলনকারীরা জানান, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অস্ত্র হাতে হামলা চালায়। এ সময় আমাদের কয়েকজন আহত হন। পরে আমাদের পাল্টা ধাওয়ায় তারা পিছু হঠতে বাধ্য হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com