মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট স্থগিত

ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহ থেকে গাজীপুর পর্যন্ত যেতে এক ঘণ্টা সময় লাগলেও গাজীপুর থেকে মহাখালী যেতে সময় লাগছে ৪-৫ ঘণ্টার মতো। এ অবস্থার অবসানের দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং উত্তরাঞ্চলীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে এই ধর্মঘট স্থগিতের তথ্য জানিয়েছেন সংগঠন দুইটি।

এর আগে, গত ২ জানুয়ারি ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ১৫ জানুয়ারির মধ্যে গাজীপুর থেকে মহাখালী পর্যন্ত যাতায়াত ব্যবস্থা চলাচলের উপযোগী করতে দৃশ্যমান কোনও উন্নয়ন না ঘটলে বৃহত্তর ময়মনসিংহের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা ছাড়া আমাদের কোন উপায় থাকবে না। সে অনুযায়ী আজ সকাল থেকে ময়মনসিংহ বিভাগে পরিবহন ধর্মঘট শুরু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোগাযোগ সচিবের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার আগামী ২৬ জানুয়ারি (বুধবার) আলোচনা আহ্বান করেছেন। এর পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করা হলো।

আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে। ধর্মঘটে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com