সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

মানুষ মানুষের জন্য

ময়মনসিংহ প্রতিনিধিঃ ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’- আপনার ছোট একটি সাহায্য বাঁচিয়ে দিতে পারে একটি মূল্যবান জীবন লেখা সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন অবহেলিত পথশিশু ফাউন্ডেশনের একদল কর্মী।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানে ভালোবাসা দিবসে দুই কিডনি নষ্ট হওয়া ফুটপাতের হকার আশিকুর রহমান রিয়াজের (২৮) জন্য সাহায্যের টাকা সংগ্রহ করছিলেন তারা। এ সময় তাদের আহ্বানে সাড়া দিয়ে সামনে রাখা বাক্সে টাকা দিয়ে সাহায্য করেছেন অনেকেই। তবে এ সাহায্য রিয়াজের চিকিৎসার জন্য একেবারে অপ্রতুল।

পথশিশু ফাউন্ডেশনের সভাপতি আঁখি আক্তার জানান, নগরীর মালগুদাম রেলওয়ে কোয়াটারের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে রিয়াজ। সম্প্রতি সে অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা জানায় রিয়াজের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন।

কিন্তু এত টাকার ব্যবস্থা করা রিয়াজের পক্ষে অসম্ভব। তাই হাসপাতাল ছেড়ে বাসায় চলে আসেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রতি সপ্তাহে আড়াই হাজার টাকা মূল্যের একটি ইঞ্জেকশন নিতে হচ্ছে তাকে। এ অবস্থায় রিয়াজের বন্ধুদের সহযোগিতায় তার চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য রাস্তায় নেমেছেন অবহেলিত পথশিশু ফাউন্ডেশনের কর্মীরা।

আফরোজা আক্তার লাকি নামে ওই সংগঠনের এক কর্মী বলেন, আমরা চাই রিয়াজকে সুস্থ করে তুলতে। আবারও সে যেন হাসি মুখে সবার মাঝে ফিরে আসতে পারে। জানি না কতটুকু করতে পারব, তবে আমরা চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ভালোবাসা দিবসের প্রকৃত অর্থই হচ্ছে সৃষ্টির জন্য সৃষ্টির ভালোবাসা। তাই আমরা এই ভালোবাসা দিবসে একটি জীবন বাঁচাতে সকলের কাছে মানবিক ভালোবাসা চাইছি।

মোবাইল ফোনে কথা হয় রিয়াজের সঙ্গে। তিনি বলেন, ছোটবেলায় বাবা মারা গেছে। মাকে হারিয়েছি গত বছরের পহেলা ডিসেম্বর। এখন আমরা চার ভাই আছি। এর মধ্যে দুইজন স্টেশনে হকারি করে, আর একজন টেইলার্সে কাজ করে। এতে যে উপার্জন হয় তা দিয়ে কোনো রকমে সংসার চলে।

রিয়াজ জানায়, ডাক্তাররা বলেছেন একটি কিডনি বদলের জন্য ৪ লাখ টাকা দরকার। আমার তো দুটো কিডনিই নষ্ট। কীভাবে এই টাকা সংগ্রহ করব? তবুও ভাই-বন্ধুরা চেষ্টা করছে টাকা সংগ্রহের জন্য। দেখি কি হয়। না হলে আল্লাহ যত দিন রাখেন, এভাবেই পড়ে থাকতে চাই। কথাগুলো বলতে বলতে কণ্ঠ ভারী হয়ে যায় রিয়াজের। বলেন, আমার চার বছর বয়সী একটি ছেলে সন্তান আছে। তার জন্য মন খুব কাঁদে। কিন্তু কি করব ভেবে পাই না, আমি আপনাদের সাহায্য চাই।

রিয়াজকে সাহায্য পাঠাতে পারেন- বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল)- ০১৭২৫-২৭২৭৯০, ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট ১৫৬১৫১৩৪৩৫৬৭ নম্বরে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com