বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তথাকথিত মাদকের স্বর্গরাজ্যে বড় বড় হোতারা অঢেল সম্পদের মালিক হলেও তারা সবসময় থাকে ধরাছোঁয়ার বাইরে। এই হোতারাই যুব সমাজকে ধ্বংসের মূল কারিগর হিসেবে পরিচিত। কিন্তু ধরা পড়ে তাদের শ্রমিকরাই।
এমনই এক ঘটনায় শনিবার রাতে দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবাসহ তামিম (২৫) নামে এক মাদক শ্রমিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তামিমকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দৌলতপুর উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয়রা জানান, এলাকার বড় বড় মাদক ব্যবসায়ীরা সবসময় আইনের নাগালের বাইরে থেকে শ্রমিকদের দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। প্রশাসনের প্রতি এলাকাবাসীর দাবি এই চক্রের মূল হোতাদেরও আইনের আওতায় আনা হোক।