শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

মহেশপুরে প্রাইম সমাজ কল্যান সংস্থার ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও মৃত্যু দাবির অর্থ প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় প্রাইম সমাজ কল্যান সংস্থার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও মৃত্যু দাবির অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার দিনব্যাপী মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের কৃষ্ণপুর দাখিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মাট হেলথ সার্ভিস প্রকল্পের উদ্যোগে অত্র এলাকার তিন শতাধিক মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. নুরুজ্জামান হিরক। পরে তাদের মাঝে ফ্রি ঔষধ বিতরণ করা হয়। এ সময় মৃত আশরাফ আলীর মৃত্যু দাবির নগদ ৫ হাজার টাকা তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম শহিদুল ইসলাম, মাদ্রাসা সুপার আবুল হাসেম, সহ সুপার শহিদুল ইসলাম, সংস্থার নির্বাহী পরিচালক সবুজ হোসেন, সভাপতি শামীম হোসেন, পরিচালক প্রশাসন খোরশেদ আলম, প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রউফ, প্রকল্প সমন্বয়কারী তপন জোয়ার্দ্দার, সুপার ভাইজার একরামুল হোসেন, আব্দুস সালাম ও স্বাস্থ্যকর্মী শাহানাজ খাতুণ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com