মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

মমেকে করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আবুল হাশেম, নেত্রকোনা সদরের আলমগীর হোসেন (৭০), শামসুন্নাহার (৪০) এবং জামালপুর সদরের আব্দুস সামাদ (৫৫)।

বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৮২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৫২ জন করোনা পজিটিভ রোগী। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৫৬০টি নমুনা পরীক্ষা করে ১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com