সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় শুক্রবার বিকালে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: ইব্রাহীম খলিল (১৭) নামে নবম শ্রেণীর এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। উপজেলার তালাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থাণীয় সূত্রে জানা যায়, উপজেলার তালাব হোসাইনিয়া ফাজিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্র, তালাব পূর্ব পাড়ার ফাইজ উদ্দিনের ছেলে ইব্রাহীম খলিল তার বড় ভাইয়ের মটরসাইকেল নিয়ে এলাকাতেই ঘুরাফেরা করছিলেন এ সময় হঠাৎ সাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইব্রাহীম খলিল মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।