মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ঢাকাগামী অজ্ঞাত গাড়ি চাপায় মর্জিনা আক্তার মুন্নি (২৩) নামে এক নারী গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনাটি ঘটেছে।
নিহত গার্মেন্টস শ্রমিক মর্জিনা আক্তার মুন্নি (২৩) গাজিপুর জেলার কালিগঞ্জ উপজেলার বাধারতি গ্রামের মুকুল মিয়ার মেয়ে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী হোসেন পিপিএম জানান, নিহত মর্জিনা আক্তার মুন্নি কাঠালী এলাকার একটি ভাড়া বাসায় থেকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকার কর্টন ডায়িং এন্ড স্পিনিং মিলে চাকুরি করতেন। তিনি কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।