সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১১:২০ অপরাহ্ন

ভালুকায় অজ্ঞাত কাভার্ডভ্যান চাপায় নানী-নাতি নিহত, আহত ৬ সেনা সদস্য

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ঢাকাগামী অজ্ঞাত গাড়ি চাপায় নানী মর্তূজা বেগম (৬০) ও নাতী জান্নাত (৪) নামে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় নিহতদের লাশ চাপা এড়াতে গিয়ে অপর একটি বাস সেনা বাহিনীর পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে পিক-আপটি রাস্তার পাশে উল্টে খাদে পরে গেলে ৬ সেনা সদস্য আহত হন।

বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী সুলতানা সুয়েটারের সামনে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহরাবাড়ি নামক স্থানে মুর্তুজা বেগম নাতি জান্নাতকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী অজ্ঞাত একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তারা দু’জনই ঘটনাস্থলে নিহত হন। নিহতদের লাশ দু’টি চাপা না দিয়ে একটি যাত্রীবাহি বাস দ্রুত বেগে অতিক্রম করার সময় একইগামী সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে সেনা সদস্য বহনকারী গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মাঝে দুই সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

নিহত মর্তূজা বেগম পার্শ্ববতী গফরগাঁও উপজেলার আঠারদানা কৃষ্টবাজার এলাকার আব্দুল হামিদ ভাসানীর স্ত্রী ও তার নাতী জান্নাত একই উপজেলার খারুয়া এলাকার সবুজ মিয়ার ছেলে।
নিহত মর্তূজা বেগম উপজেলার মেহেরাবাড়ী এলাকায় তার মেয়ের বাসায় থাকতো। তার মেয়ে সুলতানা সুয়েটারে শ্রমিক হিসেবে কাজ করে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি আলী হোসেন জানান, কাভার্ডভ্যানের চাপায় দুই জন নিহত হওয়ার পর পেছনের একটি বাস সেনা বাহিনীর গাড়িটিকে ধাক্কা দিলে তা রাস্তার পাশে উল্টে খাদে পরে গেলে ৫/৬জন সেনা সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com