সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের কৃষক কুদরত মিয়ার বাড়ীর পাশে লোকালয়ে আসা বিরল প্রজাতির একটি বন্য প্রাণীকে আটক করেছে গ্রামবাসী।
প্রাণীটি দেখতে খানিকটা মেছো বাঘ সাদৃশ্য অথবা বন বিড়ালের মতো। প্রাণীটির সারা দেহে ডোরাকাটা বাঘের মত। চোখ দুটি বন বিড়ালের মত বড় বড়। ধারণা করা হচ্ছে এটা মেছো বাঘের বাচ্চা বা বিড়ালের প্রজাতি। এটার গায়ের রং ডোরাকাটা ধুসর। লম্বায় প্রায় ২ থেকে ৩ফুট। গায়ে অনেক লোম। এমন প্রাণী এর আগে এই এলাকায় কেউ দেখেননি বলে জানান গ্রামবাসী।
পাঁচগাঁও গ্রামের কুদরত আলী জানান, শুক্রবার বিকালে আমার লেবু বাগানের পাশের একটি গাছে এই প্রাণীটি দেখতে পেয়ে আমার ছোট ভাই আজমত আলী সাথে লোকজন নিয়ে জাল দিয়ে দৌঁড়িয়ে ধওে ফেলে। তিনি আরও জানান,প্রাণীটি বাঁধা সত্ত্বেও বাঘের মত লাফ দেয় এবং গংরানী করে হুংকার দেয়।
বিরল জাতের বন্য প্রাণী আটকের সংবাদ পেয়ে আশপাশের কয়েক গ্রামের উৎসুক জনতা প্রাণীটিকে এক নজর দেখার জন্য ভিড় করে।
উথুরা রেঞ্জের রেঞ্জার হারুন অর রশিদ মুঠোফোনে জানান, বন্য প্রাণীটি আটকের সংবাদ পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। আমি ছবিতে দেখলাম এটা মেছো বাঘ। তাকে উদ্ধার করে কোন গভীর জঙ্গলে অবমুক্ত করা হবে।