সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

ভালুকায় পূনরায় নির্বাচনে মোখলেছুর রহমান বিজয়ী

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৬ষ্ঠ ধাপে ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৫নং বিরুনীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে হুমায়ন কবির (মোরগ) প্রতীক ও মোখলেছুর রহমান (ফুটবল) প্রতীক নিয়ে দুই প্রার্থীই সমান সংখ্যক ভোট পাওয়া ঐ ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য নির্বাচনের পুনরায় তারিখ নিধারণ করেন কমিশন। অমীমাংসিত সাধারণ সদস্য পদে উৎসবমূখর পরিবেশে সোমবার (২১ মার্চ) পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টা থেকে কাঁইচান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬১৪জন।

ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সহকারী শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোখলেছুর রহমান ফুটবল প্রতীক ৮৫৭ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী হুমায়ুন কবির মোরগ প্রতীক ৭০৯ ভোট পান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com