মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

ব্র্যান্ড প্রোমোটার হওয়ার ইচ্ছা প্রকাশ, ফারিয়া

বিনোদন প্রতিবেদক : ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী ফারিয়া শাহরিন । বিশ্ব মা দিবসে মা হওয়ার সুখবর দিয়েছিলেন অভিনেত্রী । যদিও এ খবর দেওয়ার পর ভয়াবহভাবে অসুস্থ হয়ে পড়ার কথাও জানান অভিনেত্রী । এ জন্য অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, ‘মানুষ অন্যের ভালো খবর শুনলে এমন কালো নজর দিয়ে ধ্বংস করে দিতে চায় কেন সব?’
এর কিছুদিন পর আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী । ফেসবুকে লেখেন, ‘যেহেতু আমি এখন কোনো কাজ করছি না, সেহেতু আমার ফোনটা বন্ধ করে দিয়েছি । অনুগ্রহ করে কেউ আমাকে ফোন করবেন না । অভদ্রের মতো মেসেঞ্জারেও কল না দেওয়ার অনুরোধ করছি । আমার মতো নাদান সেলিব্রিটিকে কারও দরকার হওয়ারও কথা নয়, এটা আমার বিশ্বাস ।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভিন্ন ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনার কথাও জানালেন অভিনেত্রী। অভিনয় ছেড়ে ব্র্যান্ড প্রোমোটার হওয়ার ইচ্ছা প্রকাশ করে ফারিয়া লিখেছেন, ‘আমার খুব ব্র্যান্ড প্রোমোটার হওয়ার ইচ্ছা হয়েছে । এই প্রফেশনটা খুব লোভনীয় মনে হয় । বাসায় বসে টাকা আয়, কী মজা! হ্যাঁ, কষ্টও আছে, যাঁরা এক দিনে অনেকগুলো লাইভ করেন, তাঁদের কষ্টও হয় । কিন্তু চিন্তা করে দেখলাম, বাচ্চাকাচ্চা যদি পালা লাগে, বাসায় রেখে কীভাবে শুটিং করব? বাচ্চাও মাকে ছাড়া কীভাবে থাকবে? বেকারও বসে থাকতে ইচ্ছা করবে না । অনেক দিন বেকার থেকে বুঝলাম, আয় না করলে অসহ্য লাগে । তাই কয়েক দিন ব্র্যান্ড প্রোমোশন করে দেখি, পারি কি না, পারলে তো এটাই করব ঠিক করেছি । আর না পারলে তো শেষে গোল্লা, টাটা বাই বাই!

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন ফারিয়া । একটি মুঠোফোন কোম্পানির ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তাঁর পরিচিতি বাড়িয়ে দেয় । অভিনয় করেছেন চলচ্চিত্রেও । দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন ফারিয়া । একটি ‘দৈনিক তোলপাড়’ , দ্বিতীয়টি ‘এয়ারকম’। কাজল আরেফিন পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হন ফারিয়া ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com