বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন

ফাইনালে রংপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন গায়ানা

ফাইনালে রংপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন গায়ানা

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ:: রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে অপরাজিত থেকে ফাইনালে ওঠে শিরোপা নির্ধারণী ম্যাচে আর পেরে উঠতে পারেনি গায়ানার সাথে। তাদের ৩২ রানে হারিয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (১৯ জুলাই) প্রোভিডেন্ট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। জবাবে ১৬৪ রানে থেমে যায় রংপুরের ইনিংস।

১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের হয়ে সেভাবে কেউই জ্বলে উঠতে পারেননি। সর্বেঅচ্চ ২৯ বলে ৪৬ রান করেন ইফতিখার আহমেদ। ২৬ বলে ৪১ রান করেন সাইফ হাসান। আর শেষদিকে ১৭ বলে মাহিদুল ইসলাম অংকন ১৭ বলে ঝড়ো ৩০ রান করলেও জয় থেকে অনেক দূরে থাকতেই ১৯.৫ ওভারে অলআউট হয় রংপুর।

গায়ানার হয়ে ৩টি উইকেট নেন ডোয়াইন প্রিটোরিয়াস। এছাড়া দুটি করে উইকেট দখল করেন ইমরান তাহির ও গুডাকেশ মোটি।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে জনসন চার্লস ও রহমানউল্লাহ গুরবাজের ফিফটিতে বড় সংগ্রহ পায় গায়ানা। রিটায়ার্ড আউট হওয়ার আগে ওপেনার চার্লস ৪৮ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৬৭ রান করেন। আর গুরবাজ ৩৮ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৬৬ করেন। শেষদিকে মাত্র ৯ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন রোমারিও শেফার্ড।

রংপুর বোলারদের মধ্যে একটি করে উইকেট পান খালেদ আহমেদ, তাবরাইজ শামসি ও ইফতিখার আহমেদ।

ম্যাচ সেরা হয়েছে গুরবাজ। আর ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা ইমরান তাহির।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com