মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি ধুমকেতু। বিজ্ঞানীরা এই ধুমকেতুর নাম দিয়েছেন সোয়ান। ১৩ মে, বুধবার রাতে এই ধুমকেতুকে খালি চোখে দেখা যাবে। তবে রাতে কখন এটাকে দেখা যাবে তা নিশ্চিত করে এখনো বলতে পারেনি বিজ্ঞানীরা।
সোয়ানকে গত মার্চের শেষদিকে প্রথম দেখা যায়। মাহাকাশচারী মাইকেল মাতিয়াজু এটিকে প্রথম দেখতে পান। এরপর থেকেই ক্রমশ উজ্জ্বল হচ্ছে ধুমকেতু সোয়ান। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম জিনিউজ।
বিজ্ঞানীদের ধারণা, ১২ মে সোয়ান থাকবে ৮৩ মিলিয়ন কিলোমিটার দূরে। দুনিয়ার পূর্ব-উত্তর অংশে থেকে এটি দেখা যাবে সূর্য ওঠার ঠিক আগে। এ মাসের শেষদিকে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সোয়ানকে উজ্জ্বল আকারে দেখা যাবে।
ধুমকেতুটি বর্তমানে ৭৫ মিলিয়ন মাইল দূর দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উজ্জ্বল এই ধুমকেতুর লেজ একেবারে নীল।
সোয়ান বর্তমানে পৃথিবী থেকে আট কোটি ৫০ লাখ ৭১ হাজার ৭৭৮ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। এর আলো পৃথিবীতে আসতে সময় লাগে ৪ মিনিট ৪৩ দশমিক ৭৬৮৯ সেকেন্ড।