বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

নোয়াখালীতে করোনায় মৃত বেড়ে ১২৭, নতুন শনাক্ত ৬০

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৭ জনে। এ সময় নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৬৪৫ জন।

রোববার (১৩ জুন) রাত ১১টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ২৮৭টি নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ২৬ জন, বেগমগঞ্জে ১২ জন, সুবর্ণচরে একজন, সোনাইমুড়ীতে ১২ জন, চাটখিলে দুইজন, সেনবাগে চারজন, কোম্পানীগঞ্জে একজন এবং কবিরহাটে তিনজন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৯ হাজার ৬৪৫ জন। যার মধ্যে সদরের ৩ হাজার ৫৪৮ জন আর বিভিন্ন উপজেলার ৬ হাজার ৯৭ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের। যার মধ্যে সদরের ২৩ জন আর বিভিন্ন উপজেলার ১০৪ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com