বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

দৌলতপুরে স্কোয়াড টিমের সচেতনতা ও লিফলেট বিতরণ

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে চলমান আমন মৌসুমে ধানের মাজরা পোকা, বাদামী গাছ ফড়িং ও ইঁদুরের আক্রমণ প্রতিরোধে কৃষকদের সচেতনতা বৃদ্ধি, কার্যকর দমন ব্যবস্থা ও ক্ষতি কমাতে মাঠে নেমেছে দৌলতপুর কৃষি অফিসের (ইচঐ) স্কোয়াড টিম।

গতকাল রোববার সকাল ১০ থেকে সারাদিন ব্যাপী উপজেলার রিফাইতপুর ও পিয়ারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও মসজিদসহ বিভিন্ন এলাকায় কৃষকদের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর অতিরিক্ত কৃষি অফিসার ও বিপিএইচ স্কোয়াড টিমের প্রধান মোঃ আলী আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন, পিয়ারপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার, শাহরিয়ার শামীম মোঃ আবু বক্কার সিদ্দিক, আসাদুল ইসলাম ও রিফাইতপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার, রাকিবুল ইসলাম মোঃ আব্দুল আলীম সুমন সহ প্রমুখ।

এ সময় কৃষকদের ধানের মাজরা পোকা ও বাদামী গাছ ফড়িং দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা, ইঁদুর দমনের কার্যকর পদ্ধতি, কীটনাশকের সঠিক ব্যবহার ও মাঠ ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আলী আহমেদ বলেন, কৃষকের ক্ষতি কমাতে আমরা ১২ সদস্য বিশিষ্ট একটি স্কোয়াড টিম গঠন করেছি। আমরা চাই, প্রতিটি কৃষক সময়মতো সঠিক ব্যবস্থা গ্রহণ করুক। ধানের ভালো ফলন পেতে হলে এখন থেকেই সতর্ক থাকতে হবে। মাজরা পোকা, বাদামী গাছ ফড়িং ও ইঁদুরের আক্রমণ দেখা দিলে দেরি না করে সঙ্গে সঙ্গে উপজেলা কৃষি অফিস বা মাঠের উপ-সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। রাসায়নিক কীটনাশক ব্যবহারে সচেতন হতে হবে প্রয়োজনে বিকল্প ও পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com