বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

দৌলতপুরে ধানক্ষেতে ক্ষতিকর পোকা দমনে আলোক ফাঁদ স্থাপন

ফরিদ আহম্মেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: ধানের জমিতে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি শনাক্তকরণ ও আগাম পূর্বাভাস প্রদানের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সোমবার রাতে দৌলতপুর উপজেলার বেজপুর গ্রামে একযোগে বিভিন্ন স্থানে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাদামী গাছ ফড়িং (Brown Planthopper – BPH) বা স্থানীয়ভাবে পরিচিত “কারেন্ট পোকা”-র আক্রমণের সম্ভাবনা দেখা দিয়েছে। এ অবস্থায় পোকা শনাক্তকরণ, পূর্বাভাস প্রদান ও দমন কার্যক্রম জোরদার করতে আলোক ফাঁদ স্থাপন করা হয়।

আলোক ফাঁদের মাধ্যমে রাতের বেলায় পোকামাকড় আকৃষ্ট হয়ে ফাঁদে ধরা পড়ে, ফলে কৃষি কর্মকর্তারা সহজেই পোকা শনাক্ত করতে পারেন এবং সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন।

এ সময় কৃষকদের মাঝে ধানক্ষেতে পোকা শনাক্তকরণ, দমন পদ্ধতি ও প্রতিকার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কৃষকদেরকে অযথা কীটনাশক ব্যবহার না করে কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী সমন্বিত দমন ব্যবস্থা (IPM) অনুসরণের আহ্বান জানানো হয়।

উপজেলা কৃষি অফিসারা বলেন, আলোক ফাঁদ হচ্ছে পরিবেশবান্ধব ও আধুনিক পোকা শনাক্তকরণের একটি কার্যকর পদ্ধতি। এতে জমিতে কীটনাশকের ব্যবহার কমে আসে, ফলন বৃদ্ধি পায় এবং পরিবেশ সুরক্ষিত থাকে।

এ কার্যক্রমের মাধ্যমে দৌলতপুরের কৃষকরা ধানক্ষেতের ক্ষতিকর পোকা দমন বিষয়ে আরও সচেতন ও দক্ষ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা খালেকুজ্জামান, আব্দুল মান্নানসহ এলাকার অর্ধশতাধিক চাষী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com