সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ফদির আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাদীপুর গ্রামের পিয়ারুলের ছেলে পাপ্পু (৩০) তার ভাড়া চালিত স্টিয়ারিং গাড়ি নিয়ে কল্যাণপুর এলাকার মহাব্বত (৪২) এর মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনায় জড়িয়ে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এর কিছুক্ষণ পর, সকাল সাড়ে ১০টার দিকে কল্যাণপুর এলাকা থেকে মহাব্বত, ছপের ও মোকলেচের নেতৃত্বে ২০-৩০ জন লোক লাঠি শোটা, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সাদীপুর গ্রামে প্রবেশ করে। তারা এলাকায় গিয়ে ভয়-ভীতি সৃষ্টি করতে এক রাউন্ড গুলি ছোড়ে। হঠাৎ গুলির শব্দে গ্রামবাসী আতঙ্কিত হয়ে ছুটো-ছুটি শুরু করে। পরে সাদীপুর গ্রামের কয়েকজন নারী সামনে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু লোকজন এসে এক রাউন্ড গুলি ছুড়েছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।