রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ মাছ ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ ঝিনাইদহের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (০৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহ-যশোর আঞ্চলিক সড়কের খয়েরতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার লুৎফর রহমান (৫০) ও যশোরের চাঁচড়া এলাকার ওহিদুর রহমান (৪০)। তারা দুজনই মাছের ব্যবসায়ী বলে জানা গেছে।

বারবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) শেখ মেজবা উদ্দিন বলেন, কালীগঞ্জ উপজেলার খয়েরতলা এলাকায় একটি বালুবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। দিবাগত রাত ২টার দিকে যশোরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগে।

এ সময় পিকআপের সামনে বসে থাকা দুই মাছ ব্যবসায়ী গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, পিকআপে কতজন ছিলেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com