বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার ৩ আসামি ও ওয়ারেন্টভুক্ত ৪ আসামিসহ মোট ৭ জন কে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাদক মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। এজন্য জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ফোর্সের সহযোগিতায় নেয়া হয়েছে। এ অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ উপজেলার গোমরাইল থেকে মৃত ইমান আলী শেখের ছেলে রেজাউল শেখ ওরফে মিজান (৪৭), চাপরাইল গ্রাম থেকে লিটন কাজীর ছেলে নেওয়াজ কাজী (২২) ও পারিয়াট গ্রাম থেকে মৃত ভোলা নাথ বিশ্বাসের ছেলে শ্রী ভক্ত মন্ডল (৪৫) কে গ্রেফতার করে। উপরোক্ত তিন ব্যক্তি মাদক মামলার আসামি। এ সময় তাদের কাছ থেকে ৪৫ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
এছাড়া বিভিন্ন মামলার ওয়ান্টেভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছেন, উপজেলার বলরামপুর গ্রামের মোবারক ধনীর ছেলে ওহাব ধনী (৬০), তেতুলবাড়ীয়া গ্রামের মৃত মল্লিক শেখের ছেলে শহিদুল ইসলাম (৩৮), ফয়লা গ্রাম থেকে সিদ্দিকুর রহমানের ছেলে তানভীর সিদ্দিকী ছোটন (২৮) ও দক্ষিণ কাষ্টভাঙ্গা গ্রাম থেকে আব্দুল হাকিম বিশ্বাসের ছেলে ফয়সাল হোসেন (২৪)।
কালীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি আটকে পুলিশের বিশেষ অভিযান চলছে। এ সময় মাদকদ্রব্য মামলার ৩ আসামি এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪ আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।