মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জনগণের ক্ষমতাকে তাঁদের কল্যাণে কাজে লাগাতে হলে গণভোট রাষ্ট্রের জন্য বেশ গুরুত্ব বহন করে। তাই গণভোটে অংশ নেয়া ও হ্যাঁ ভোটে রায় দেয়া দরকার। নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ঢাকা জেলা প্রশাসক(ডিসি) মো. রেজাউল করিম এসব কথা বলেন।
মঙ্গলবার(১৩ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা ওয়াছেক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) দিলরুবা ইসলাম।
অনুষ্ঠানে জেলা রির্টানিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে জাগরণ করতে এর স্বীকৃতি হলো গণভোট। এটা হলে নির্বাচিত সরকার তাঁর ইচ্ছে মতো সব পরিবর্তন করতে পারবে না। জনগণের কাছে তাঁদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। সেই জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবাইকে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকে হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণের ক্ষমতাকে পাকাপোক্ত করার পথকে বেছে নিতে হবে। সমাজের ও রাষ্ট্রের বৈষম্যবিলোপ ও ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাই হোক গণভোটের মূল লক্ষ্য। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপসনালয়সহ জনগুরুত্বপূর্ণ স্থানে এর পক্ষে প্রচারণার জন্য সকলের প্রতি আহবান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ‘অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ারেছ আনসারী, নবাবগঞ্জ সেনা ক্যাম্পের মেজর খালিদ-ই আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন, সহকারী কমিশনার আসিফ রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ, নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও সরকারি কর্মকর্তা, স্কুল প্রধানগণ, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিকসহ সুধীজন।