শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি::
রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্বরণে ঝিনাইদহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের এইচ এস এস সড়কের প্রাইম সমাজ কল্যান সংস্থার স্মাট হেলথ সার্ভিস প্রকল্পের আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও নিহতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। মিলাদ মাহফিলে সংস্থার নির্বাহী পরিচালক সবুজ হোসেন, চেয়ারম্যান শামীম হোসেন, পরিচালক (প্রশাসন) খোরশেদ আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের খতিব ক্বারী মোহাম্মদ বশির উল্যাহ।