সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় আরো ৯১ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিধ্বস্ত গাজা | ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় এক দিনে ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিফা হাসপাতালের পরিচালকের পরিবারের সদস্য ও গাজা সিটি থেকে পালানোর সময় প্রাণ হারানো চারজনও রয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে ইসরাইলি বাহিনী গাজা সিটি দখল করতে এবং এর জনসংখ্যাকে দক্ষিণে সরে যেতে বাধ্য করার জন্য তাদের ওপর অব্যাহতভাবে বিমান ও স্থল আক্রমণ চালিয়ে যাচ্ছে।

শনিবারের হামলায় আবাসিক ভবন, স্কুলে তৈরি আশ্রয়কেন্দ্র, বাস্তুচ্যুতদের তাঁবু এবং পালিয়ে আসা মানুষদের বহনকারী ট্রাককে নিশানা করা হয়। শুধু এসব হামলাতেই নিহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন।

শনিবার ভোরে গাজা শহরের বৃহত্তম হাসপাতাল আল-শিফার পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়ার পারিবারিক বাড়িতে হামলা চালানো হয়। এতে কমপক্ষে পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে আবু সালমিয়ার ভাই, তার স্ত্রী ও তাদের সন্তানরাও ছিল।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত আবু সালমিয়া এএফপিকে বলেন, ‘আমার ভাই ও তার স্ত্রীর লাশ দেখে আমি হতবিহ্বল ও বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। এখন যেকোনো কিছু সম্ভব, প্রিয়জনেরা হয় শহীদ হচ্ছেন, নয়তো আহত হয়ে আসছেন।

হামাস এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছে এবং এই হামলাকে ‘চিকিৎসকদের শহর ত্যাগ করতে বাধ্য করার জন্য রক্তাক্ত সন্ত্রাসী বার্তা’ বলে অভিহিত করেছে। এতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে ইসরাইলি বাহিনী প্রায় ১৭০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং ৪০০ জনকে কারারুদ্ধ করেছে।

এদিকে গাজা সিটির নাসর এলাকায় একটি ট্রাকে থাকা ফিলিস্তিনিদের দলকে লক্ষ্য করে আরেকটি ইসরাইলি হামলা চালানো হয়। এতে কমপক্ষে চারজন নিহত হন। ফিলিস্তিনিদের ওই দলটি গাজা সিটি থেকে অন্যত্র সরে যাচ্ছিলেন।

গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মতে, আগস্ট মাসে শুরু হওয়া ইসরাইলি আক্রমণের ফলে এখন পর্যন্ত চার লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আক্রমণের শুরুতে গাজা সিটিতে প্রায় দশ লাখ মানুষ বসবাস করতেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com