বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:২১ অপরাহ্ন

১৭ বছর পর নাইক্ষ্যংছড়ির রাজনপথে বিশাল শোডাউন জামায়াত ইসলামীর

১৭ বছর পর নাইক্ষ্যংছড়ির রাজনপথে বিশাল শোডাউন জামায়াত ইসলামীর

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি:: জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মরণসভা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী কর্মীদের স্মরণ ও মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নাইক্ষ্যংছড়িতে।

উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিলটি বিশাল জনসভায় পরিণত হয়। এই কর্মসূচীকে ঘিরে দীর্ঘ ১৭ বছর পর নাইক্ষ্যংছড়ির রাজনপথে বিশাল শোডাউন দেখাল দলটি।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে যোগদেন স্মরণ সভায়। এসময় শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। বিকালে নাইক্ষ্যংছড়ি বাজার চত্বরে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াত ইসলামীর সাবেক উপজেলা সভাপতি মোহাম্মদ ইসলাম।

এসময় বক্তারা বলেন- আল্লামা সাঈদী জীবনাদর্শ ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা জামায়াত ইসলামীর আমীর এএসএম আবদুস সালাম আজাদ বলেন, ১ আগস্ট জামায়াত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আওয়ামী লীগ। এর পর এক সপ্তাহও টিকতে পারেনি স্বৈরচারী হাসিনা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার তোপে দীর্ঘ ১৫ বছরের ক্ষমতা ছেড়ে করুন অবস্থায় বিদায় নিতে হয়েছে তাকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শ সংগঠন। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাই আমরা সব ভুলে সকলে মিলেমিশে দেশের কল্যাণে কাজ করবো।

এর আগে জেলা জামায়াত আমীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, থানা অফিসার ইনচার্জ আবদুল মান্নানসহ গোয়েন্দা সংস্থা, আলেম সমাজ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় জেলা আমীর বলেন- প্রশাসন ও আইন শৃংখলাবাহিনীর সদস্যরা আমাদের ভাই-বন্ধ্ ুএবং স্বাধীন দেশের নাগরিক। তারা আমাদের শত্রু না।

এছাড়া সব সম্প্রদায়ের মানুষ স্বাধীন দেশের নাগরিক তাই তাদের প্রত্যেককে সর্বোচ্চ সহযোগিতা করতে কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা রফিক বশরী, তৌহিদ আজাদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াত আমীর মাওলানা ওমর ফারুক সিয়াজী, সেক্রেটারী মোহাম্মদ আবু নাছের, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সহসভাপতি রফিক আহমদ, নাইক্ষ্যংছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা বশির উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি বাবুল হোসেন, উপজেলা মাশায়েক পরিষদ সহসভাপতি হাফেজ মোতাহেরুল হক, বায়তুলমাল সম্পাদক সলিম উল্লাহ, রামু উপজেলা জামায়াত নেতা মুহাম্মদ তৈয়ব উল্লাহ, বাইশারী ইউনিয়ন জামায়াতের সহসভাপতি ইলিয়াছ সওদাগর, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রশিবির সভাপতি জসিম উদ্দীন, সাবেক মেম্বার আজিজুল হক, সালেহ উদ্দিন চৌধুরী, মাও. সুরুত আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com